বিনোদন ডেস্ক : জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য জাপানের গুরুত্বপূর্ণ নাট্য ও সাংস্কৃতিক উৎসব ‘ফেস্টিভ্যাল টোকিও’-তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য আমন্ত্রিত হয়েছেন দেশের তরুণ নাট্যজন জাহিদ রিপন। উৎসবে যোগদানের জন্য ৩ নভেম্বর জাপান যাচ্ছেন তিনি। ‘ফেস্টিভ্যাল টোকিও’তে নির্ধারিত সেমিনারে আগামী ৬ নভেম্বর ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী ও সমকালীন নাট্যচর্চা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন তিনি। এরপর উৎসবের অংশ হিসেবে এবং সরেজমিন গবেষণার জন্য হিরোশিমা ভ্রমণ করবেন জাহিদ রিপন। এছাড়া জাপানের উৎসবসমূহে বাংলাদেশের নাট্যপ্রযোজনার মঞ্চায়নের বিষয়ে ‘ফেস্টিভ্যাল টোকিও’ এবং ‘হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়াম’ কর্তৃপক্ষের সঙ্গে দুটি আলাদা বৈঠকেও অন্তর্ভুক্ত রয়েছে এ সফরে। উৎসবে অংশগ্রহণ শেষে জাহিদ রিপন ৯ নভেম্বর দেশে ফিরবেন। উল্লেখ্য, জাহিদ রিপন দীর্ঘদিন ধরে নির্দেশক, সংগঠক, অভিনেতা, গবেষক, নাট্য ও মূকাভিনয় প্রশিক্ষক হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি কর্মমুখর নাট্যসংগঠন স্বপ্নদলের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক। একইসঙ্গে তিনি বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সভাপতি এবং বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশনের গবেষণা ও তথ্যবিষয়ক সম্পাদক। এছাড়া তিনি তথ্য মন্ত্রণালয়াধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে উপ-পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন