বলিউডের চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাইয়ের একাধিক ফিল্মে প্লেব্যাক করেছেন অলকা ইয়াগ্নিক। অলকা জানিয়েছেন তিনি যখন জানতে পেরেছেন পরিচালক ’৩৬ ফার্মহাউস’ ফিল্মের সঙ্গীত পরিচালনা করবেন তখন তিনি খুব বিস্মিত হননি। অলকা বলেন, “ সঙ্গীত পরিচালক হিসেবে তার অভিষেক সবে হল তা ঠিক, তবে প্রথম থেকেই তার এই প্রতিভা ছিল, আমি দেখেছি তার ফিল্মের প্রতিটি গানেই তিনি কতটা মনোযোগ দিয়ে থাকেন, আর তাতে গানটির গুরুত্ব বেড়ে যায়। আমি তার এই অভিষেকের সাফল্য কামনা করছি।” ঘাইয়ের যেসব ফিল্মে অলকা কণ্ঠ দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য ‘তাল’ (রামতা যোগী), কিসনা (উও দিন আগিয়া), ‘পরদেশ’ (মেরি মেহবুবা), ‘খলনায়ক’ (চোরি কে পিছে)। সুভাষ ঘাইয়ের কাহিনীতে ’৩৬ ফার্মহাউস’ পরিচালনা করছেন রাম রমেশ শর্মা। অভিনয় করবেন অমল পরাশর, বর্খা সিং, সঞ্জয় মিশ্র, বিজয় রাজ, ফ্লোরা সায়নি এবং অশ্বিনী কালসেকার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন