করোনামুক্ত হয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা। তার ছেলে মাশরুর পারভেজ জানান, আব্বু করোনামুক্ত হয়েছেন। আগের চেয়ে তার শারিরীক অবস্থা বেশ ভালো। গতকাল তাকে বাসায় আনা হয়েছে। তবে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে আরো বেশ কিছুদিন সময় লাগবে। তিনি বলেন, বাসায় নেওয়া হলেও ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে। ৩-৪ সপ্তাহ পর আবারো হাসপাতালে নিয়ে তার শারিরীক অবস্থা পরীক্ষা করাতে হবে। সবাই আব্বুর জন্য দোয়া করবেন, যাতে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাতে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন সোহেল রানা। পরে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর অবস্থার অবনতি হলে ২৯ ডিসেম্বর সকালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন