শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

প্রকাশিত হচ্ছে কুমার বিশ্বজিতের আত্মজীবনীমূলক গ্রন্থ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের আত্মজীবনী নিয়ে গ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে। গত বছর জুন থেকে সঙ্গীতশিল্পী জয় শাহরিয়ার কুমার বিশ্বজিৎ’র এই বইটি লেখা শুরু করেন। গত ৮ জানুয়ারি কুমার বিশ্ববজিৎ’র হাতে পাণ্ডুলিপি তুলে দেয়া হয়েছে। কুমার বিশ্বজিৎ জানান, আনুষ্ঠানিকভাবে বইটির নাম প্রকাশ করা হবে। বইটিতে তার জীবনের শৈশব, কৈশোর, চট্টগ্রাম শহর, গানের প্রতি ভালোবাসা, সাফল্য ও চার দশকের সঙ্গীতজীবন তুলে ধরা হয়েছে। শিঘ্রই আনুষ্ঠানিকভাবে বইটি প্রকাশ করা হবে। এদিকে আগামী ভালবাসা দিবস উপলক্ষে কুমার বিশ্বজিতের নতুন গান প্রকাশিত হবে। গানটির শিরোনাম ‘মেঘদূত’। গানটি লিখেছেন ও সুর করেছেন আহমেদ রাজীব। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন কামরুল হাসান ইমরান। এর কিছু অংশের শুটিং হয়েছে আমেরিকায়। এটি কুমার বিশ্বজিৎ তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘গান ছবি এন্টারটেইনম্যান্ট’-এ প্রকাশ করবেন। কুমার বিশ্বজিৎ বলেন, ভালোবাসা দিবসকে সামনে রেখেই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। গানটির কথা এবং সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ভালোবাসা দিবসের এক সপ্তাহ আগেই গানটি ইউটিউবে প্রকাশ পাবে। কুমার বিশ্বজিৎ, ইতোমধ্যে বেশকিছু স্টেজ শো’তে অংশ নিয়েছেন। তবে করোনার উর্ধ্বগতির কারণে বেশ কিছু স্টেজ শো স্থগিত হয়েছে। তিনি জানান, শিল্পীদের জন্য বিষয়টি অত্যন্ত দু:খজনক এবং কষ্টের। কারণ স্টেজ শো’ থেকেই মূলত শিল্পীদের রোজগার হয়। করোনার কারণে আবার শিল্পীরা একটা অনিশ্চিত সময়ের মধ্যে পড়ে যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন