শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রমোদ দত্তের একক সংগীত সন্ধ্যা

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

শিল্পী প্রমোদ দত্তের জন্ম যশোরের কেশবপুরে। পিতা শ্রী অমূল্য দত্তের হাতে সঙ্গীতের হাতে খড়ি। এরপর অধ্যক্ষ শ্রী গোপাল গোস্বামীর নিকট উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা করেন যশোরের ঐতিহ্যবাহী সুর বিতানে। ওস্তাদ ভোলানাথ ভট্টাচার্য শ্রী বারীন মজুমদার, ওস্তাদ নারায়ণ চন্দ্র বসাক, ওস্তাদ আখতার সাদমানি, মীর কাশিম খান, আবেদ হোসেন খান, ফজলে নিজামী, মৃন্ময় দাসগুপ্ত, জাহেদুর রহিম, অজিত রায়, হরিপদ বিশ্বাসের কাছেও শাস্ত্রীয় সঙ্গীত তালিম গ্রহণ করেন। কিছুকাল শ্রী শৈলজারঞ্জন মজুমদারের নিকট রবীন্দ্র সঙ্গীত চর্চা করেন। ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধ শিবির থেকে ধারণ করে তার গান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত হয়। ১৯৭৪ সাল থেকে প্রমোদ দত্ত বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়মিত সাংস্কৃতিক সন্ধ্যার অংশ হিসেবে ২৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শিল্পীর একক সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। সংস্কৃতি জগতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন