শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট নিয়ে বিব্রত বিপাশা

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৯:৫৮ পিএম, ৩০ অক্টোবর, ২০১৬

বিনোদন ডেস্ক : গুণী অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াতের বিভিন্ন সময়ের বিভিন্ন ধরনের ছবি এবং তার ব্যক্তি জীবনের নানা তথ্য ব্যবহার করে ফেসবুকে তার নামে প্রায় দশটিরও বেশি ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। যার একটিরও সাথে কোন ধরনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন বিপাশা হায়াত। বিপাশা হায়াতের নামে সেসব প্রতারণামূলক আইডিতে গিয়ে দেখা যায় প্রতিদিনই কোন না কোন ছবি আপলোড করা হচ্ছে, আবার বিভিন্ন ধরনের রাজনৈতিক, ধর্মীয় এবং ব্যক্তিগত স্ট্যাটাসও দেয়া হচ্ছে। সেসব স্ট্যাটাসে আবার বিভিন্ন জনের মন্তব্যও পাওয়া যায়, যা রীতিমতো বিভ্রান্তিকর বলে জানান বিপাশা হায়াত। শুধু তাই নয়, সেসব অ্যাকাউন্ট থেকে নিয়মিত চ্যাটও করা হচ্ছে। এসব ফেসবুক ভুয়া অ্যাকাউন্টে যে বিপাশা হায়াতকে উপস্থাপন করা হচ্ছে তাতে বিপাশা হায়াতের ব্যক্তি ইমেজকে ক্ষুণœ করা হচ্ছে। আর এ নিয়েই বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছেন বিপাশা হায়াত। বিপাশা হায়াত বলেন, ‘যেসব প্রতারণামূলক অ্যাকাউন্ট আছে আমার নামে সেগুলোতে আমাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে তাতে আমি বিব্রত। বিভিন্ন অনুষ্ঠানে ফেসবুক নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। ফেসবুকে আমার একটি মাত্রই অ্যাকাউন্ট আছে যার সাথে শুধু আমার পরিচিতজনরাই সম্পৃক্ত আছেন।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন