শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

তৃতীয় বিয়ে করছেন অভিনেত্রী তাশনুভা তিশা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

ক্যারিয়ারের সময় খুব বেশি না হলেও বিয়ের দিক থেকে পিছিয়ে নেই অভিনেত্রী তাশনুভা তিশা। ইতোমধ্যে দুই দুইটি বিয়ে করেছেন। এবার তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে বাগদান সেরে ফেলেছেন। পাত্র সৈয়দ প্রিন্স আসকার। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। গত শনিবার তিশার বনশ্রীর বাসায় দুই পরিবারের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। তিশা জানিয়েছেন, ২০২০ সালের ডিসেম্বর মাসের আসকারের সঙ্গে তার পরিচয় হয় । এরপর তাদের ঘনিষ্ঠতা ও প্রেম হয়। দুই পরিবারকে বিষয়টি জানানোর পর সম্মতি পেয়ে তারা বিয়ের জন্য প্রস্তুতি নেন। তিশা বলেছেন, পরিচয় হওয়ার পর আমরা প্রায় ফোনে কথা বলতাম এবং আমাদের মধ্যে প্রচুর মেসেজ আদান-প্রদান হতো। ধীরে ধীরে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। আমি আমার সম্পর্কে শুরুতেই আসকারকে সবকিছু জানিয়েছি। পরিবারকে জানালে সবাই সম্মতি দেয়। তিশা বলেছেন, আমার সন্তানের বিষয়টি আসকারের পরিবার কীভাবে নেয়, সেটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আসকারের বাবা নেই, মা আছেন। তিনি বিষয়টিকে খুবই ইতিবাচকভাবে নিয়েছেন এবং আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন। এতে আমি অনেক বেশি খুশি। উল্লেখ্য, এর আগে তিশা ভালোবেসে ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর ফারজানুল হকের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। চার বছরের মাথায় তাদের সংসার ভেঙে যায়। তার আগে তিনি আরেকটি বিয়ে করেছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন