দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর। গতকাল রবিবার তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তিনি এখন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত রবিবার জাতীয় সংসদ অধিবেশনে যোগদানের জন্য তিনি করোনা টেস্ট করান। ফল পজিটিভ এলে সঙ্গে সঙ্গে বাসায় চলে যান এবং হাসপাতালে ভর্তি হন। এরপর আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শারিরীকভাবে সুস্থ আছেন। কোনো ধরনের জটিলতা নেই বলে জানা গেছে। উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ডিসেম্বরে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন