শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনার ইয়েলো জোনে সিলেট

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২২, ১:৩২ পিএম

করোনাভাইরাসের কম ঝুঁকির তালিকায় ছিল সিলেট। তবে সংক্রমণের ঊর্ধ্বমুখী কারণে এবার সিলেটকে রাখা হয়েছে মধ্যম ঝুঁকির তালিকা বা ইয়েলো জোনে। গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে আজ বুধবার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর গত ১২ জানুয়ারি দেশের সকল জেলাগুলোকে জোন ভিত্তিক ঝুঁকির তালিকায় নিয়ে আসে। সেখানে সিলেট বিভাগের চারটি জেলাই ছিল গ্রিন জোনে। গত কিছুদিন ধরেই সিলেট বাড়ছে করোনার ভয়াবহতা । এর প্রেক্ষিতে গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে সিলেট ও মৌলভীবাজার জেলাকে গ্রিন জোন থেকে সরিয়ে রাখা হয়েছে ইয়েলো জোনে। ইয়েলো জোন বা হলুদ জোনের অর্থ হচ্ছে, এ জোনে থাকা জেলাগুলোয় করোনার সংক্রমণের হার ৫ ভাগের উপরে। এসব জেলায় করোনার সংক্রমণ বাড়ছে, এজন্য সতর্কতা জরুরি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন