শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেটে করোনায় মৃত্যু এক, শনাক্ত ২৭৪ জনের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২২, ২:৩০ পিএম

গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে সিলেটে মারা গেছেন একজন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে আড়াই শতাধিক লোকের দেহে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে সিলেট করোনাক্রান্ত হয়ে মারা গেছেন এক ব্যক্তি। এ নিয়ে মৃতের সংখ্যা ১ হাজার ১৮৭ জনে দাঁড়ালো বিভাগে।
এর আগে গত শনিবার সকাল ৮টার পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় ২ জন মারা গিয়েছিলেন। এদিকে, সিলেটে চব্বিশ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ২৭৪ জন ব্যক্তির। ১০৪৩ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত করা হয় তাদেরকে। শনাক্তের হার ২৬ দশমিক ২৭ ভাগ! শনাক্তদের মধ্যে সিলেট ১৯৪ জন, সুনামগঞ্জের ১১ জন, মৌলভীবাজারের ৪৮ জন ও ২১ জন রয়েছেন হবিগঞ্জের। গত একদিনে ৪৯ জন করোনামুক্ত হয়েছেন। সবমিলিয়ে সুস্থতার সংখ্যা ৫০ হাজার ২৩৪ জন। এখন বিভাগে মোট করোনাক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ৩৩৮ জন ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন