বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নির্ভানার ‘নেভারমাইন্ড’ অ্যালবাম কাভার নিয়ে মামলা খারিজ হল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

রক কিংবদন্তী কার্ট কোবেইনের ব্যান্ড নির্ভানার ১৯৯১ সালে প্রকাশিত অ্যালবাম ‘নেভারমাইন্ড’-এর কাভার নিয়ে একটি মামলা একটি মার্কিন আদালত খারিজ করে দিয়েছে। এই কাভারে সুইমিং পুলে সাঁতাররত এক নগ্ন শিশুর ছবি ব্যবহৃত হয়েছে। ছবির শিশু স্পেন্সার এলডেনের বর্তমান বয়স ৩০, তার চার মাস বয়সে ছবিটি তোলা হয়। গত আগস্টে তিনি এই মর্মে মামলা করেন যে ছবিটি ‘শিশু পর্নোগ্রাফি’ বই কিছু নয়। ছবিতে দেখান হয়েছে শিশুটি নগ্ন অবস্থায় সুইমিং পুলে একটি বড়শিতে আটকানো ডলারের নোট ধরার চেষ্টা করছে। ৩০ ডিসেম্বর আদালতের একটি শুনানিতে উপস্থিত হতে ব্যর্থ হওয়ার পর আদালত মামলাটি খারিজ করার সিদ্ধান্ত নেয়। এলডেন মামলার বিবাদী এবং নির্ভানার জীবিত দুই সদস্য ডেইভ গ্রোল এবং ক্রিস্ট নোভোসেলিসের প্রত্যেকের কাছ থেকে দেড় লক্ষ ডলার করে ক্ষতিপূরণ দাবী করে মামলাটি করেন। রেকর্ডিং কোম্পানিটি তিন দশক আগেই বন্ধ হয়ে গেছে। ১৯৯১ সালে প্রকাশিত অ্যালবামটিতে নির্ভানার ‘স্মেলস লাইক আ টিন স্পিরিট’ গানটি অন্তর্ভুক্ত আছে। জানা গেছে, এই ছবির জন্য আলোকচিত্রী এলডেনের বাবা রিককে ২০০ ডলার দিয়েছিল। এলডেন অ্যালবামের ১০ম, ১৭তম, ২০তম ও ২৫তম বর্ষপূর্তিতে এই পোজে আরও চারবার ছবি তুলেছেন, তবে সুইমিং ট্রাঙ্ক পরে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন