এ সময়ের তরুণ, মেধাবী গীতিকার জাহিদ আকবরের গানের কথার গভীরতার বিষয়টি সঙ্গীতাঙ্গণে আলাদা চাহিদা ও আগ্রহ রয়েছে। তার গানের কথা মানে অর্থবোধক এবং মনে গেঁথে থাকার মতো। প্রথাগত গানের ধারার বাইরে জাহিদ আকবর নিজেকে শুদ্ধ সঙ্গীতের পথে ধরে রেখেনে। ইতোমধ্যে তার লেখা গান শ্রোতাদের মধ্যে আলাদা ব্যাঞ্জনা সৃষ্টি করেছে। তার গান লেখার দক্ষতার কারণেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর বঙ্গবন্ধু সিনেমায় গান লেখার সুযোগ পেয়েছেন। ‘আচিন মাঝি’ শিরোনামে তার লেখা গান সিনেমায় যুক্ত করা হয়েছে। এর সুর করেছেন বলিউডের খ্যাতিমান সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র। বঙ্গবন্ধু সিনেমার বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমি জানান, সিনেমায় একটি দেশাত্মবোধক গান রয়েছে। সেটি জাহিদ আকবর লিখেছেন, যা মুম্বাইয়ে প্রশংসিত হয়েছে। শান্তনু মৈত্র গানটির বেশ প্রশংসা করেছেন। গানটি মাইলফলক হয়ে থাকবে। উল্লেখ্য, বর্তমানে সিনেমাটির শেষ অংশের শুটিং চলছে মুম্বাইয়ে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন