শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এফডিসিতে নান্দনিক স্থাপত্যশৈলীর মসজিদের উদ্ভোধন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

এফডিসির পশ্চিমপ্রান্তে ঝর্ণাস্পটের কাছে দেয়াল ঘেঁষে গড়ে উঠেছে এক সুদৃশ্য স্থাপত্যশৈলীর মসজিদ। এখানে এক সময় জরাজীর্ণ অবস্থায় মসজিদটি ছিল। এফডিসিতে কর্মরত ও শিল্পী-কলাকুশলীরা নানা সমস্যার মধ্যে নামাজ আদায় করতেন। অবশেষে সেখানে অনন্য স্থাপত্যশৈলীর একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। এফডিসির কয়েকজন পরিচালক ও শিল্পীর উদ্যোগে থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা নিজস্ব অর্থায়নে মসজিদটি নির্মাণ করে দেন। এতে ব্যয় হয়েছে প্রায় তিন কোটি টাকা। গত বৃহস্পতিবার মসজিদটির উদ্বোধন করা হয়। বেশ কয়েকজন অভিনেতা মসজিদটি মাগরিবের নামাজ আদায় করে আনুষ্ঠানিকভাবে চালু করেন। নামাজ আদায় করেন চিত্রনায়ক আলমগীর, ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, সাইমন, নিরব ও এফডিসির কর্মকর্তা-কলাকুশলীরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুল কাদির মোল্লা, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, আল্লাহ আব্দুল কাদির মোল্লা সাহেবকে অর্থ দিয়েছেন, বড় মনও দিয়েছেন। এ মসজিদ আল্লাহ যতদিন টিকিয়ে রাখেন এবং এতে যারা নামাজ পড়বে, ততদিন পর্যন্ত তাঁর আমল নামায় ছোয়াব যুক্ত হতে থাকবে। তাকে ধন্যবাদ দেয়ার ভাষা নেই। চমৎকার একটা মসজিদ তিনি আমাদের উপহার দিয়েছেন। নায়ক আলমগীর বলেন, খুবই অবাক হয়েছি যে কাদির মোল্লা সাহেব এফডিসির মসজিদসহ সারাদেশে ২০১টি মসজিদ তৈরি করেছেন। এটা আল্লাহর অশেষ রহমত। আপনাকে আমি অনুরোধ করবো সম্ভব হলে চলচ্চিত্রের পাশে দাঁড়ান। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, কাদির মোল্লা ভাইয়ের জন্য আমরা অনেক দোয়া করি। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন। আপনি আমাদের চলচ্চিত্রের মানুষদের জন্য দারুণ একটি মসজিদ নির্মাণ করে দিয়েছেন। আল্লাহ আপনার সহায় থাকুন। এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন বলেন, অবশেষে এই মসজিদটি চালু করতে পেরে ভালো লাগছে। এটা একটা মহৎ উদ্যোগ। প্রধান অতিথির বক্তব্যে আবদুল কাদির মোল্লা বলেন, আমি খুবই আনন্দিত এই মসজিদের কার্যক্রম সুন্দরভাবে স¤পন্ন হওয়ায়। আমার জন্য দোয়া করবেন আপনারা। মসজিদের যত্ন নেবেন। উল্লেখ্য, ২০১৮ সালে এই মসজিদের নির্মাণকাজ শুরু হয়। দুইতলা বিশিষ্ট এ মসজিদে প্রায় সাড়ে ৭ শতাধিক মুসল্লী একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন