শোবিজে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। সোহেল রানা, আসাদুজ্জামান নূর ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। এবার আক্রান্ত হয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তিনি নিজেই তার ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন। গত সপ্তাহে করোনা উপসর্গ দেখা দিলে করোনা টেস্ট করান পূর্ণিমা। টেস্টে তার করোনা পজিটিভ এসেছে। তিনি জানান, আপাতত বাসায়ই বিশ্রামে আছেন। চিকিৎসকের পরামর্শে চলছেন। তিনি সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। সবাইকে সাবধানে ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।
মন্তব্য করুন