জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল দুপুরে আওনা ইউনিয়নের দৌলতপুর অ্যাড. মতিয়ার রহমান তালুকদার কলেজ মাঠে যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা জামালপুর জেলা ও সরিষাবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদারের নামাজে জানাযায় উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় এ জানাযায় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, প্রতিমন্ত্রীর আরেক চাচা অ্যাড. মুস্তাফিজুর রহমান দিপু, প্রতিমন্ত্রীর ভাই সুপ্রিম কোর্টের বিচারক মাহমুদুল হাসান তালুকদারসহ জেলা ও উপজেলার আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গত দুই মাসেরও অধিক সময় সরিষাবাড়ী না আসায় চাচার জানাযা নামাজে সামিল হলে হাজার হাজার নেতাকর্মী ভিড় করে প্রতিমন্ত্রীর সানিধ্য লাভের আশায়। পরে প্রতিমন্ত্রীর চাচা মুক্তিযোদ্ধা আমিনুর রহমানের জানাযা শেষে তার লাশ দৌলতপুর গ্রামেই তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন