বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বঙ্গবন্ধু পুত্র সন্তান না রেখে গেলেও বাংলাদেশে কোটি কোটি সন্তান রেখে গেছেন -তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ী(জামালপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২০, ১:২৩ পিএম

জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের এমপি তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু দুটি কন্যা সন্তানই রেখে যান নাই, তিনি এদেশে রেখে গেছেন কোটি কোটি পুত্র সন্তান। রোব্বার দুপুরে সরিষাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী আওনা ইউনিয়নের কাবারিয়া বাড়ী গ্রামে চেয়ারম্যান বাড়ীতে অপুর্ব এক সুন্দর মসজিদ উদ্ভোধন অনুষ্ঠানে তিনি আরো বলেন, সরিষাবাড়ীর মাটি জননেত্রী শেখ হাসিনার ঘাটি। সরিষাবাড়ী বাসী আমাকে দুই দুইবার তাদের ভোটাধিকার প্রয়োগ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন। সরিষাবাড়ী বাসী আমাকে ভোট দেন নাই, ভোট দিয়েছেন শেখ হাসিনার নৌকাকে। তাই জননেত্রী শেখ হাসিনা সরিষাবাড়ীর দিকে বার বার দৃষ্টি রাখছেন। উন্নয়ন কেবল শুরু। সরিষাবাড়ীর রাস্তা ঘাট স্কুল কলেজ মাদরাসা মসজিদ মন্দির গির্জাসহ সব প্রতিষ্ঠানেই উন্নয়নের ছোয়া মাত্র শুরু। আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এনামুল হক সোহেল মাষ্টারের সভাপতিত্বে মসজিদ উদ্ভোধন অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার (১) খুরশিদ উল আলম,বীর মুক্তিযোদ্ধা মেজর (অব) মাসুদ উল আলম, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সিহাব উদ্দিন আহমদ, অফিসার ইনচার্জ আবু মোঃ ফজলুল করিম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন প্রমুখ। অনুষ্টানে উপজেলার মাদরাসা স্কুল কলেজ সহ বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন