শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

১৬ বছর পর একক গান নিয়ে এলেন হামিন আহমেদ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

১৬ বছর পর মাইলসের তারকা হামিন আহমেদ প্রকাশ করেছেন তার নতুন একক গান। প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস গানটি প্রকাশ করেছে। ‘যেও না চলে’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন কৌশিক হোসেন তাপস। যেওনা চলে, না বলে, কিছু না বলে, যেতে নেই -এমন কথার গানটি নিয়ে হামিন আহমেদ বলেন, এ গানের যে কথা তা প্রতিটি মানুষের জীবনেই কখনো না কখনো অনুভূত হয়। গানটি সেরকম একটি অনুভূতি থেকেই তৈরি। টিএম রেকর্ডস যেভাবে যত্ন নিয়ে গানের অডিও-ভিজুয়াল উপস্থাপন করছে, এরকম মানস¤পন্ন কাজ আমি খুব একটি দেখিনি আমার সঙ্গীতজীবনে। উল্লেখ্য, এর আগে ২০০৬ সালে ব্যান্ড মাইলসের বাইরে সলো গান প্রকাশ করেছিলেন হামিন আহমেদ। ১৬ বছর পর একক গানে ফেরার কারণ সম্পর্কে তিনি বলেন, আমি দীর্ঘজীবন মাইলসের বাইরে কখনো খুব বেশি সময় দেইনি কোথাও। ব্যান্ডের বাইরেও কিছু গান আমাকে উৎসাহিত করে, সে ধরণের কিছু গান এখন থেকে গাইবো। এ গানটির কৃতিত্ব টিএম পরিবারের। তারা যেভাবে সঙ্গীতের পরিবেশ তৈরি করে দেয়, সেখানে নতুন নতুন সুন্দর কাজ তৈরি হতে বাধ্য। এ গানটি আড্ডার ছলে গিটারে সুর তুলতে গিয়েই সৃষ্টি। গানটি তৈরির প্রতিটি ধাপ তাপস এত সুন্দর করে করেছে যা আমার জন্য খুবই আনন্দের ছিল। এভাবে গান তৈরির অভিজ্ঞতা আমার নতুন। শুধু গানে কণ্ঠ দেয়াই নয়, গানে হামিন আহমেদ গিটারও বাজিয়েছেন। অংশ নিয়েছেন গানের চিত্রায়ণে। পুরো গানটি চিত্রায়িত হয়েছে মালদ্বীপে। ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গানে মডেল হয়েছেন আফরিন রাজিয়া তৃনা ও নিবিড় আহমেদ নাহিদ। টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি উন্মুক্ত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন