বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

রিয়েলিটি শো’র জাজ মৌনী রায়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

নাচের রিয়েলিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স লি’ল মাস্টার্স সিজন ৫’-এ বলিউডের শীর্ষ কোরিওগ্রাফার রেমো ডি’সুজার সঙ্গে বিচারকের আসনে বসতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়। মৌনী জানিয়েছেন, এটি হবে তার জন্য একটি শিক্ষণীয় অভিজ্ঞতা। মৌনী বলেন, এটি জাজ হিসেবে আমার প্রথম অনুষ্ঠান বলে আমি নিশ্চিত রেমো স্যারের কাছ থেকে অনেক কিছু শিখতে পারব, আর আমি প্রতিযোগীদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। আমি জানি প্রতিভাবান এসব শিশু-কিশোরকে জাজ করা খুব সহজ কাজ হবে না, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে সুবিবেচনার সঙ্গে আমার দায়িত্ব পালন করতে পারি। মৌনী ‘কিউঁকি.. সাস ভি কভি বহু থি’ এবং দেবোঁ কা দেব মহাদেব’এর মত হিন্দি সিরিয়াল দিয়ে টিভিতে ক্যারিয়ার শুরু করে সুপারন্যাচরাল থ্রিলার ‘নাগিন’-এ অভিনয় করে ব্যাপক খ্যাতি লাভ করেন। মৌনী জানান, রিয়েলিটি শোটিতে তিনি প্রতিযোগীদের ব্যাপারে সতর্কভাবে মন্তব্য করবেন। আমি প্রতিভাবান লি’ল মাস্টারদের সঙ্গে দেখা করার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি। সবারই আবেগকে নিয়ন্ত্রণ করা উচিত এবং আমি শিশুদের খুব ভালবাসি তাই সতর্কভাবে তাদের নিয়ে মন্তব্য করব। ‘ডান্স ইন্ডিয়া ডান্স লি’ল মাস্টার্স সিজন ৫’-এ অংশ নেবে ৩ থেকে ১৩ বছরের শিশুরা। এর মধ্যে জয়ী হবে একজন লি’ল মাস্টার। ‘ডান্স ইন্ডিয়া ডান্স লি’ল মাস্টার্স সিজন ৫’ প্রচারিত হবে জি টিভিতে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন