হলিউডের দুই তারকা প্রেমিক-প্রেমিকা কেটি হোমস এবং জেমি ফক্স আলাদা হয়ে গেছেন এমন গুজব রটলেও এক প্রতিবেদন থেকে জানা গেছে তারা আসলে একসঙ্গেই আছেন।
এক সূত্র বলেছে, “তারা নিশ্চিত করে একসঙ্গে আছেন।”
এর আগের এক খবরে জানা যায় ফক্স তাদের সম্পর্ককে গোপন রাখতে চাইছিলেন বলে শেষ পর্যন্ত তাদের সম্পর্কের ইতি ঘটে। সেই সময় এক সূত্র বলেছিল, “তাদের সম্পর্ক সবার সামনে প্রচারিত হোক কেটির এমন লাগাতার চাপে জেমি ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি কয়েক মাসের সময় চেয়ে বলেছিলেন এরপর তাকে ফিরে পাওয়া যাবে কিনা সে ব্যাপারে তিনি নিশ্চয়তা দিতে পারবেন না। কেটির মন ভেঙে যায় কারণ তিনি আশা করেছিলেন তারা শেষ পর্যন্ত বিয়ে করতে যাচ্ছেন। তিনি ধারণা করেছিলেন তার (ফক্স) সিদ্ধান্ত পালটাবেন এবং ফিরে আসবেন কারণ তিনি এমন আরও কয়েকবার করেছেন।”
এই দুই তারকা কখনও তাতের সম্পর্কের কথা স্বীকার বা অস্বীকার করেননি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন