মহেশ ভাট যখন ঘোষণা দেন ‘নামকরণ’ দিয়ে টেলিভিশনে তার অভিষেক হবে সবাই নিশ্চিত ছিল সেটি প্রচলিত সোপ অপেরা থেকে আলাদা কিছু হবে। বাস্তবমুখী প্লটের জন্য সমঝদার দর্শকরা সাদরে গ্রহণ করে। কিন্তু চলতি মাসের মাঝামাঝি সময় থেকে গুজব ডালপালা মেলতে থাকে যে পড়তি রেটিংয়ের জন্য নভেম্বরেই সিরিয়ালটি বন্ধ করে দেয়া হবে। স্বাভাবিকভাবেই সিরিজের ভক্তরা নিরাশ হয়ে পড়ে।
‘গত ১২ সেপ্টেম্বর থেকে স্টার প্লাসে ‘নামকরণ’ শোটির প্রচার শুরু হয়। এটি নির্মিত হয়েছে ভাটের জাতীয় পুরস্কার অর্জনকারী চলচ্চিত্র ‘জখম’-এর কাহিনী অবলম্বনে। এতে অভিনয় করছেন বিরাফ পাটেল, বরখা বিশ্ট এবং রীমা লাগু। এর গল্প এক একক মা আর তার কন্যাকে নিয়ে যে সামাজিক রীতির বিরুদ্ধে গিয়ে মেয়েকে বড় করে তোলে।
শোয়ের সঙ্গে সংশ্লিষ্ট এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে সিরিয়ালটি এখনই বন্ধ করে দেয়া হচ্ছে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন