বিনোদন ডেস্ক: ৪৫ বৎসর পর ১মবারের মত অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে ব্যান্ডদল আন্ডারগ্রাউন্ড পিস্ লাভার্স। ব্যান্ডটি বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর এটাই প্রথম ব্যান্ড যা খুবই জনপ্রিয়তা পায় কিন্তু রেকর্ডিং স্টুডিওর অভাবে ঐ সময়ে কোন সংগীত অ্যালবাম প্রকাশ করা যায়নি। বর্তমানে প্রতিষ্ঠিত ৫ জন সদস্য যৌথভাবে ‘পিস্ লাভার্স’ নামে ১মবারের মত একটি অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে। ঐ অ্যালাবামে মোট ১৩টি গান থাকবে। এর মধ্যে ১১টিই ব্যান্ড সদস্যদের দ্বারা সুর ও সংগীতের মাধ্যমে গাওয়া হবে। এর সিডি এবং সমস্ত অনলাইনে সঙ্কলন পাওয়া যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন