বিনোদন ডেস্ক : অনেকটা গোপনে বিয়ে করে আমেরিকা প্রবাসী হয়েছিলেন ’৯৪ সালে লাক্স ফটোসুন্দরী হওয়া অভিনেত্রী ফারাহ্ রুমা। ২০১২ সালের ১ ডিসেম্বর আমেরিকা প্রবাসী এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের চার বছর পর গত ৩০ আগস্ট তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। পুত্রের নাম রেখেছেন জানাশ। ফারাহ্ রুমা জানান, ‘মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে একটি ফুটফুটে পুত্র সন্তান দিয়েছেন। মিডিয়াতে যারা সবসময়ই আমার পাশে থেকে শুভ কামনা করেছেন তারাসহ আমার ভক্ত দর্শকের কাছে দোয়া চাই যেন আল্লাহ আমার সন্তানকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমি যেন মানুষের মতো মানুষ করতে পারি।’ এদিকে দেশে ফেরার পর রুমা জানান, শিগগরিই তিনি অভিনয়ে ফিরবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন