বিনোদন ডেস্ক : ত্রিতালের ব্যানারে প্রকাশিত হয়েছে ওহাব মাহমুদের সিঙ্গেল অ্যালবাম ‘জংশন’। নগরজীবনের এই সময়ের অনুভব-অনুভ‚তির একটি গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানের কথা লিখেছেন বিপুল হাসান। আবিদ রনির সঙ্গীতায়োজনে গানটির সুর করেছেন গায়ক ওহাব মাহমুদ নিজেই। ওহাব মাহমুদ বলেন, গতানুগতিক ধারা থেকে বের হয়ে অন্য রকম একটা গান করলাম। গানটা বিরহের, তবে একদম সমসাময়িক। ফেসবুকে গড়ে ওঠা চলতি সময়ের ‘ঠুনকো’ প্রেমের গল্প বলা যেতে পারে একে। শুভানুধ্যায়ীদের উৎসাহে এটি সিঙ্গেল আকারেই ত্রিতালের ব্যানারে প্রকাশ করা হয়েছে। আশ করি শ্রোতারা গানটি পছন্দ করবেন। ‘জংশন’ শীর্ষক গানটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে। এরইমধ্যে এটি ব্যাপক সাড়া জাগিয়েছে। শিগগিরই গানটি সিয়ে একটি মিউজিক ভিডিও নির্মাণ করবেন বলে জানালেন ওহাব মাহমুদ। প্রসঙ্গত সঙ্গীতাঙ্গনে দীর্ঘদিন ধরেই ওহাব মাহমুদ নিরবে কাজ করে চলেছেন। এর আগে এই শিল্পীর চারটা মিক্সড অ্যালবাম ও একক অ্যালবাম ‘স্বপ্নের পরী’ প্রকাশ পেলেও এটিই তার প্রথম সিঙ্গেল অ্যালবাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন