শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে খুলনা মহানগরীর খালিশপুর থানার এলাকার বায়তুল ফালাহ এতিমখানা ও মাদরাসা কমপ্লেক্সে তরুণ বিএনপি নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে দেড় শতাধিক এতিম শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র হিসেবে ভারী কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির আহŸায়ক আমির এজাজ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক আবু হোসেন বাবু। শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আগে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা, অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ শারীরিক সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এতিম শিশুদের নিয়ে দোয়া করা হয়। খালিশপুর থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম জিয়ার সভাপতিত্বে এবং নগর বিএনপি নেতা শেখ সাদীর সঞ্চালনায় দোয়া মাহফিল এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপি নেতা স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, রেহেনা ইসা, শাহিনুল ইসলাম পাখি, বিপ্লবুর রহমান কুদ্দুস, মুরশিদ কামাল, শের আলম সান্টু, কাজী মিজানুর রহমান, শেখ ইমাম হোসেন প্রমুখ।
আব্দুল মতিন বাচ্চু, আনসার আলী, মশিউর রহমান খোকন, জাহিদুর রহমান রিপন, জাহিদুল হোসেন, রফিকুল ইসলাম, সালাম হাওলাদার, মুজিবুর রহমান, শেখ মিজান, সত্যানন্দ দত্ত, সাইফুর রহমান প্রমুখ।
যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় যুবদলের খুলনা বিভাগীয় সহ সভাপতি ও খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু, কাজী নেহিবুল হাসান নেহিম, মেহেদী মাসুদ সেন্টু, সাইফুল ইসলাম সান্টু প্রমুখ। সেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- খুলনা মহানগর সেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক ফারুক হিল্টন, ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন প্রমুখ।
ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- খুলনা জেলা ছাত্রদল সভাপতি আ. মান্নান মিস্ত্রি, খুলনা মহানগর ছাত্রদল আহবায়ক ইস্তিয়াক আহমেদ ইস্তি, আসিফুর রহমান, স্বপন রহমাতুল্লাহ, কাজী সালমান মেহেদী, আহমেদ ইমরান সালেহ সিফাত প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন