শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দৌলতখানে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

দৌলতখান(ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ৪:২৬ পিএম

ভোলার দৌলতখানে আব্দুল খালেক (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবদুল খালেক উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চরশুভী পাটোয়ারি বাড়ির মুনাফ পাটোয়ারির ছেলে। স্থানীয়রা জানান, একই বাড়ির মোফাজ্জল গংদের সাথে সেনা সদস্যের পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েক মাস আগে উভয় পক্ষের মধ্যে মারধরের ঘটনাও ঘটেছে। নিহত সেনা সদস্য’র মা মরিয়ম বেগম জানান, তার ছেলে কয়েক দিন আগে বাড়িতে আসে। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। দৌলতখান পৌর শহরের দক্ষিণ মাথায় এসে পৌঁছালে পূর্ববিরোধের জেরে ,মোফাজ্জল গংরা তার ওপর হামলা করে। এসময় তাকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে অবস্থার অবনতি দেখে পরিবারের সদস্যরা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, ‘ লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। সেনাসদস্যর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন