সম্প্রতি নায়করাজ রাজ্জাকের ব্যবহৃত কিছু জিনিসপত্র বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে সংরক্ষণের জন্য জমা দেয়া হয়েছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীরের উপস্থিতিতে রাজ্জাকের ছোট ছেলে অভিনেতা সম্রাট রাজ্জাকের ব্যবহৃত ব্লেজার, চশমা, পাঞ্জাবি ও ক্যাপ আর্কাইভের মিউজিয়ামের জন্য হস্তান্তর করেন। সম্রাজ বলেন, আর্কাইভের এই উদ্যোগটি বেশ প্রশংসনীয়। এতে দেশের চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ভবিষ্যত প্রজন্ম জানতে পারবে। নায়করাজের ফ্যাসন স্টাইল কেমন ছিল, তিনি কি কি ব্যবহার করতেন, এ সম্পর্কে তারা জানতে পারবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন