শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ইন্টারনেট হল শয়তানের দরজা -ড্যান অ্যাকরয়েড

প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

হলিউড কিংবদন্তী ড্যান অ্যাকরয়েড ইন্টারনেট আর বর্তমান সময়ের প্রযুক্তিকে ‘শয়তানের দরজা’ বলে মনে করেন।
৬৪ বছর বয়সী তারকাটি জানিয়েছেন সবসময় তিনি হ্যাক হবার আতঙ্কে ভোগেন এবং তিনি মনে করেন ওয়েবে মানুষ অন্যদের প্রতি জঘন্য আচরণ করতে অভ্যস্ত।
“আমার কোনও ল্যাপটপ নেই। আমার আইফোনও নেই। এগুলো খুব সহজেই হ্যাক করা যায় বলে আমি এগুলো আমার সঙ্গে রাখার সিদ্ধান্ত নিয়েছি। এমন নয় যে আমার বড় কোনও গোপন কথা আছে তবে কখনও এমনও হয় যে আমি অন্যদের কটু কথা বলতে উদ্যত হই।
“ইন্টারনেটে এমন কিছু মানুষ আছে যারা অন্যদের প্রতি জঘন্য আচরণ করে থাকে। এটি অবিশ্বাস্য। এটি আসলেও শয়তানের দরজা। এটি মন্দ বিবেচনায় শৌচাগারের দেয়াল। আবার স্বাধীনতা আর সহমর্মিতা ছড়িয়ে দেবার জন্য একটি অতুলনীয় মাধ্যমও, এ হল এর ভালো দিক। আগামী এক দশকের জন্য এর মাধ্যমে সৃষ্ট গণসচেতনতা আমাদের জন্য খুব কাজে লাগবে।”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন