শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ফারিনই জাজের নতুন নায়িকা

প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া চলচ্চিত্রে বেশ কয়েক জন নতুন নায়িকাকে অভিষিক্ত করিয়েছে। এদের মধ্যে রয়েছেন মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, জলি। এবার আরেকজন নতুন নায়িকা প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে। নায়িকাটি হলেন হূমাইরা ফারিন খান। এই নায়িকাকে নিয়ে জাজ বেশ লুকোচুরি খেললেও গত সপ্তাহে বিনোদন প্রতিদিনে ফারিন যে নায়িকা হচ্ছেন এ সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি অসত্য হয়নি। গত সোমবার ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফারিনকে পরিচয় করিয়ে দেয়ার মাধ্যমে তা সত্যে পরিণত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ফারিন হবেন জাজের পরবর্তী সিনেমা ‘ধেৎতেরিকা’র নায়িকা। তার বিপরীতে থাকবেন রোশন। আগামী মাসে সিনেমাটির শুটিং শুরু হবে। পরিচালনা করবেন শামীম আহমেদ রনি। এ ছাড়া আগামীতে জাজের হয়ে ফারিন বেশ কিছু সিনেমায় নায়িকা হবেন। একই সঙ্গে যৌথ প্রযোজনার সিনেমাতেও ফারিন অভিনয় করবেন। ফারিন বলেন, আগামীতে চলচ্চিত্রের জন্য ভালো কিছু করতে চাই। জাজ আমাকে চলচ্চিত্রে কাজের সুযোগ দিয়েছে এ জন্য তাদের কাছে কৃতজ্ঞ। জানা গেছে, সাভারের মেয়ে ফারিন টুকটাক র‌্যা¤প মডেলিংয়ের সঙ্গে জড়িত। পাশাপাশি তিনি কয়েকটি ফ্যাশন হাউসের বিলবোর্ডের মডেল হয়েছেন। জাজ তাকে কলকাতা থেকে অভিনয়, নাচ ও অন্যান্য বিষয়ে গ্রæমিং করিয়ে আনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
সাব্বির ২ নভেম্বর, ২০১৬, ১২:৫৭ পিএম says : 0
দেখা যাক কেমন অভিনয় করতে পারে।
Total Reply(0)
বিপ্লব ২ নভেম্বর, ২০১৬, ১২:৫৮ পিএম says : 0
মিডিয়া পাড়ায় স্বাগত....
Total Reply(0)
dip kormoker ৬ নভেম্বর, ২০১৬, ২:৫০ পিএম says : 0
nice naoika
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন