৩১ অক্টোবর জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আমেরিকা প্রবাসী লেখক এবং সাহিত্যিক শহীদুল ইসলাম আকন রচিত ‘এবং কিংবদন্তী আগামী’র শীর্ষক একটি অ্যালবাম গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হলো। প্রধান অতিথি হয়ে বইটির মোড়ক উন্মোচন করেন সঙ্গীত তারকা এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সহ-সম্পাদক বেবী নাজনীন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অতীত, বর্তমান, ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনাসহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং ভবিষ্যৎ নেতা তারেক জিয়া সম্পর্কে বস্তুনিষ্ঠ কিছু আলোচনা স্থান পেয়েছে। পাশাপাশি স্থান পেয়েছে জিয়া পরিবারের রাজনৈতিক জীবনের কিছু দুর্লভ ছবি। আছে একগুচ্ছ কবিতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ স¤্রাট। আলোচনায় অংশ নেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক কামরুজ্জামন, সাংবাদিক সিরাজুল ইসলাম প্রমুখ। মোড়ক উন্মোচনের পর লেখক আকন কিছু কবিতা আবৃত্তি করেন। উল্লেখ্য, সাহিত্যিক শহীদুল ইসলাম আকন ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত। প্রবাসী বাংলা সংবাদপত্রে নিয়মিত লেখালেখি করেন তিনি। প্রকাশনা উৎসবে আকন বলেন, ‘বেশ সময় নিয়ে তিনি ‘এবং কিংবদন্তী আগামী’র শীর্ষক গ্রন্থটি তৈরি করেছেন। বিএনপির বর্তমান এবং ভবিষ্যৎ রাজনীতিসহ এতে সংযোজিত জিয়া পরিবারের দুর্লভ ছবিগুলো পাঠককে মুগ্ধ করবে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন