বিনোদন ডেস্ক : বিপুল উচ্ছ¡াস-উদ্দীপনার মধ্যেদিয়ে হয়ে গেল বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৬’-এর রাজশাহী অঞ্চলের অডিশন। গত ২৮ অক্টোবর, জেলা শিল্পকলা একাডেমিতে এই অডিশন অনুষ্ঠিত হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বাছাই কার্যক্রম। বিপুলসংখ্যক প্রতিযোগীর মধ্যে থেকে প্রাথমিক বাছাই শেষে কয়েকজন প্রতিযোগী ম্যাজিক কার্ড পেয়েছেন। এরা ম্যাজিক বাউলিয়ানার পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিবেন। রাজশাহী অডিশনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেনÑ আকরামুল ইসলাম, নাদিরা বেগম, দিল আফরোজ রেবা, আলম দেওয়ান, কাজী বাচ্চু এবং ওস্তাদ আবদুল খালেক। ‘শোনাও বাউল গান, মাতাও বাংলার প্রাণ’ সেøাগান নিয়ে সারাদেশে চলছে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৬’-এর অডিশন রাউন্ড। ঢাকা বাদে চট্টগ্রাম, রংপুর, কুষ্টিয়া, বরিশাল, সিলেট, ফরিদপুর, ময়মনসিংহ, রাজশাহী অঞ্চলের অডিশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অডিশনের মধ্যেদিয়ে ৪০ জন প্রতিযোগীকে পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হবে। ম্যাজিক বাউলিয়ানা’র প্রধান বিচারক হিসেবে আছেন ফরিদা পারভীন, ইন্দ্রমোহন রাজবংশী এবং সফি মÐল। ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে মিডিয়াকম লিমিটেড। রেডিও পার্টনার হিসেবে রয়েছে রেডিও দিন-রাত। উল্লেখ্য, দেশের তরুণ প্রজন্মকে বাংলা লোকগানের চিরন্তন আবেদনের সাথে পরিচয় করানোর উদ্দেশ্যেই স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টেলিভিশন দ্বিতীয়বারের মতো ম্যাজিক বাউলিয়ানার আয়োজন করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন