শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নতুন আঙ্গিকে বিটিভির গান চিরদিন

প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠান ‘গান চিরদিন দর্শকনন্দিত করার জন্য নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিক সেটসহ সংযোজন করা হয়েছে ভিডিও ওয়াল। একই সঙ্গে নান্দনিকতার জন্য আঙ্গিক পরিবর্তন নিশ্চিত করা হয়েছে। নতুন-পুরাতন জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানটিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। সেই সাথে অনুষ্ঠানটিকে দর্শক শ্রোতাদের কাছে পৌঁছানোর জন্য নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদের সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনা করছেন ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. মাছুদুল হক। অনুষ্ঠানটি প্রতিমাসের ১ম এবং ৩য় সপ্তাহ (মঙ্গলবার) বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হয়। বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী নূর আনোয়ার রনজু-এর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সামা মেহ্জাবীন রিন্তি। বিশিষ্ট সঙ্গীত পরিচালক আলী হোসেন এবং মিল্টন খন্দকারের সঙ্গীত পরিচালনায় ২টি পর্ব ইতোমধ্যে ধারণ করা হয়েছে। অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব প্রচার হবে ১৫ নভেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন