শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নতুন ধারাবাহি আকাশ মেঘে ঢাকা

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

আজ থেকে নাগরিক টিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘আকাশ মেঘে ঢাকা’। এটি রচনা করেছেন মাহ্বুব হাসান জ্যোতি। পরিচালনায় আছেন রূপক বিন রউফ। অভিনয় করেছেন আজিজুল হাকিম, প্রাণ রায়, মাসুম আজিজ, হোসাইন নিরব, সুস্মিতা সিনহা, তৃষ্ণা, সাথী মাহমুদা, লিটন খন্দকার, সাহেলা আক্তার, সঞ্জীব আহমেদ, হারুন রশিদসহ অনেকে। নির্মাতা রূপক বিন রউফ রউফ বলেন, ‘এই ধারাবাহিকে একঝাঁক নতুন মুখ দর্শক দেখতে পাবেন। এই নাটকে গল্পটাই মুখ্য। এর শুটিং হয়েছে ‘নওগাঁ, পূবাইল এবং ঢাকায়। নাটকিটির কাহিনী সম্পর্কে তিনি জানান, ভালোবাসা ও পরিচর্যার বিকল্প আশ্রয়ে বড় হচ্ছিল একদল তরুণ-তরুণী, যেখানে আঠারো হয়ে গেলে কারোরই আর থাকার সুযোগ নেই। তাদের এগিয়ে যাওয়া, প্রেম, ঈর্ষা, টিকে থাকার চেষ্টা, ভাওতাভাজী, এসব নিয়েই নাটকটির গল্প। ধারাবাহিকটির থিম সং লিখেছেন সোমেশ্বর অলি, সুর করেছেন তাহসিন আহমেদ। এতে কণ্ঠ দিয়েছেন তাহসিন আহমেদ ও সিঁথি সাহা। ধারাবাহিকটি শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ১০টায় প্রচার হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন