ইউপি নির্বাচনের জের ধরে বগুড়ার সারিয়াকান্দিতে বেলাল শেখ (৩৫) নামে এক কৃষক খুন হয়েছেন । গত মঙ্গলবার রাতে উপজেলার কাজলা ইউনিয়নের পাকেরদহ গ্রামে এঘটনা ঘটে । তিনি কাজলা ইউনিয়নের পাকেরদহ গ্রামের লাল মিয়া শেখের ছেলে ।
জানাগেছে, বেলাল শেখ এবারের ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রাশেদ মোশারফের ঘোড়া প্রতীক ও ৬নং ওয়ার্ডের ইউপি মেম্বার রফিকুল ইসলামের ( টিউবওয়েল প্রতীকের) পক্ষে প্রচারণা চালান। মঙ্গলবার রাতে বেলাল তার বাড়ির আঙ্গিনার নিকট একটি মুদি দোকানে বসে নির্বাচনী আলোচনা করছিল । এসময় পরাজিত মেম্বার প্রার্থী রফিক শেখ (মোরগ প্রতীকের) লোকজন লাঠিশোঠা ও রড দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় বেলাল শেখসহ ৩ জন গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় বেলাল শেখকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত তিনটায় সে মারা যান।
সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, জমাজমি সংক্রান্তের জের ধরে এঘটনা ঘটতে পারে বলে জানাগেছে ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন