শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এনটিভিতে দর্শকপ্রিয় টার্কিশ ড্রামা সিরিয়াল কুরুলুস: উসমান গাজী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ড্রামা সিরিজ ‘কুরুলুস: উসমান গাজী’ এনটিভিতে শুরু হয়েছে। সিরিজটি প্রতি বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবার রাত ৯টায় প্রচার হচ্ছে। পুন:প্রচার হবে পরের দিন থেকে। অর্থাৎ, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার ও সোমবার সন্ধ্যা ৬.১৫ মিনিটে। সংকলিত মেগা পর্ব প্রর্ব প্রচার হবে প্রতি সপ্তাহের শুক্রবার দুপুর ২.৩০ মিনিটে। বিশ্বের ৭৩টি দেশে প্রচারিত দর্শকনন্দিত সিরিজটি আন্তর্জাতিক ভেনিস টিভি অ্যাওয়ার্ড ২০২০-এ সেরা সিরিজ নির্বাচিত হয়েছে। ইতোমধ্যে সিরিজটির বাংলা ডাবিং সম্পন্ন হয়েছে। এতে কাজ করেছেন ৪৩ জনেরও বেশি বাংলাদেশী কন্ঠশিল্পী। গল্পে দেখা যাবে, আনাতোলিয়া নামের ছোট্ট একটি গ্রামের একদল লোক, যারা কায়ী গোত্র নামে পরিচিত। বাইজেন্টাইন সাম্রাজ্য এবং মঙ্গল দস্যুদের হাতে নিষ্পেষিত হতে হতে দিশেহারা মানুষগুলোর গোত্র প্রধান সুলেমান শাহ’র পুত্র আরতুগ্রুল নিজেদের ভাগ্য পরিবর্তনে লড়াই শুরু করেন। ভিত্তি স্থাপন করেন উসমানী সাম্রাজ্যের। আর তারই সু-পুত্র ওসমান তাঁর বাবার অসমাপ্ত কাজকে পূর্ণাঙ্গরূপ দেবার উদ্যোগ নেন এবং তিল তিল করে তিনি কীভাবে ন্যায় বিচারের উসমানী সাম্রাজ্য গড়ে তোলেন তাই নিয়েই অসামান্য ধারাবাহিকের উপজীব্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন