সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কালজয়ী গান কাঙ্কের কলসী আজও মানুষ ভুলেনি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

‘আমার কাঙ্কের কলসী, জলে গেল রে ভাসি/ মাঝিরে তোমার নৌকার ঢেউ লাগিয়ারে’ লোকগাঁথার এ গানটি শোনেননি এমন মানুষ খুব কম রয়েছে। সারাবিশ্বে বাংলা ভাষাভাষি জনগোষ্ঠীর কাছে এ গানের আবেদন আজও ফুরায়নি। একসময় গানটি গ্রামোফোন কোম্পানীতে পরিবেশন করা হতো। এই গানটি কলের গানে শুনেছেন এরকম অনেক সংস্কৃতিসেবী এখনও জীবিত রয়েছেন। তবে গানটির রচয়িতা কে আজ পর্যন্ত জানা যায়নি। এটি সংগৃহীত হিসেবেই গাওয়া হচ্ছে। অনেকে দাবি করেন, কোলকাতা গ্রামোফোন কোম্পানীতে সঙ্গীত পরিবেশনকারী বৃহত্তর সিলেটের একমাত্র বাউল শিল্পী বাউল কামাল পাশার (কামাল উদ্দিন) কণ্ঠে ‘কামাল ভনিতায়’ গানটি তারা শুনেছেন। এছাড়া পাকিস্তান আমলেও টেপরেকর্ডারে গানটি ‘কামাল ভনিতায়’ শোনা গেছে। পরবর্তীতে বাংলা সিনেমায় গানটি একাধিকবার ব্যবহার করা হয়েছে। ‘প্রাণ সজনী’ নামে কলকাতার একটি সিনেমায় এটি ব্যবহার করা হয়। নব্বই দশকে গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। সিনেমায় গানটির গীতিকারের নাম উল্লেখ করা হয়নি। গানটিতে সুর দেন সাবিনা ইয়াসমিন। গেয়েছেন সাবিনা ইয়াসমিন ও এ্যান্ড্রু কিশোর। বাংলাদেশে ‘প্রেমের স্মৃতি’ সিনেমাতেও গানটি ব্যবহার করা হয়। এতে কণ্ঠ দেন রুনা লায়লা ও খালেক। গানটিতে অভিনয় করেন নায়িকা চম্পা, নায়ক মান্না ও আলীরাজ। তাতেও গীতিকারের নাম উল্লেখ করা হয়নি। এবারও গানটির সুর করেন সাবিনা ইয়াসমিন। এর আগে একটি অডিও অ্যালবামে গানটি পরিবেশন করেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফেরদৌসী রহমান। এবার গানটি ব্যবহার করা হয়েছে বাংলাদেশের আরেকটি সিনেমাতে। সিনেমাটির নাম ‘আদম’। এটি পরিচালনা করেছেন আবু তাওহিদ হিরন। সম্প্রতি গানটির শুটিং সম্পন্ন হয়েছে। এবার গানটিতে কণ্ঠ দিয়েছেন দুই ক্লোজআপ ওয়ান তারকা রাজীব ও লিজা। গানটিতে নতুন করে সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও ইয়াশ রোহান। পরিচালক বলেন, এই গানটি সিনেমায় সংযোজন করে পুরনো দিনের সিনেমার একটি আমেজ রাখার চেষ্টা করেছি। আশা করছি, গানটি নতুন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন