সোমবার , ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯, ০৪ রমজান ১৪৪৪ হিজরী

বিনোদন প্রতিদিন

ক্লোজআপ কাছে আসার সাহসী গল্পের তিন নাটক

প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আজ ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসকে সামনে রেখে এই নিয়ে চতুর্থবারের মতো ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর অন্যতম ব্র্যান্ড ‘ক্লোজআপ’ আয়োজন করেছে ‘কাছে আসার সাহসী গল্প’ প্রতিযোগিতা। ভালোবাসাকে পূর্ণতা দিতে যেসব সাহসী এবং বেপরোয়া ঘটনা দু’জন মানুষকে একে অন্যের কাছে আনে, সেই গল্পগুলোই আহŸান করা হয়েছিল এই প্রতিযোগিতায়। প্রতিবারের মতো এবারো নির্বাচিত সেরা তিন গল্প নিয়ে নির্মিত হয়েছে ভালোবাসা দিবসের তিন নাটক। শাকিল আহমেদ রিসানের গল্প নিয়ে নির্মিত হয়েছে শখ এবং নিলয় অভিনীত, রুবায়েত মাহমুদ পরিচালিত নাটক ‘পেন্সিলে আঁকা ভালোবাসা’। শিহাব আর-রাশাদ-এর লেখা গল্প থেকে নির্মিত হয়েছে জোভান এবং সাবিলা অভিনীত, মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত নাটক ‘শত ডানার প্রজাপতি’। আফসানা কাশেম মিমি-র গল্প থেকে নির্মিত তাহসান, মেহজাবিন এবং জন অভিনীত, শাফায়েত মনসুর রানা পরিচালিত ‘হাতটা দাও না বাড়িয়ে’। এই ভালোবাসা দিবসের সেরা সাহসী গল্পের নাটক তিনটি আজ পর পর প্রচারিত হবে রাত ৮:৪৫ মিনিটে বাংলাভিশন-এর পর্দায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন