সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ব্যবসায় লোকসানে হতাশা যুবকের আত্মহত্যা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০০ এএম

রাজধানীর জিগাতলার একটি বাসা থেকে রজব আলী (৩২) নামের এক যুবকের ঝুলন্ত উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জিগাতলা পুরাতন কাঁচাবাজার মোড় সংলগ্ন ৩৪/৪ নম্বর বাসায় এ ঘটনা ঘটেছে। ব্যবসায় লোকসানে হতাশ হয়ে ওই যুবক আত্মহত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া জানে হোসেন সাংবাদিকদের বলেন, অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় মৃত ঘোষণা করেন। রজব আলী জয়পুরহাট আক্কেলপুর উপজেলার সনাতনপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।

তিনি বলেন, একই এলাকায় তাদের দুজনের বাড়ি। আর জিগাতলায় ওই বাসায়ও তারা পাশাপাশি থাকেন। ৪তলা বাসার নিচতলায় রুমমেট মুন্নার সঙ্গে থাকতেন রজব। বৃহস্পতিবার সন্ধ্যায় রজবের রুমমেট এসে দরজা নক করলে কোনো সাড়াশব্দ পাননি। পরে তারা দরজা ভেঙে দেখতে পান, ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে রজব। উদ্ধার করে তাকে প্রথমে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানে হোসেন বলেন, রজব নিজে ব্যবসা করতেন। এজন্য তার বাবা তাকে অনেক টাকাও দিয়েছেন। তবে ব্যবসায় অনেক টাকা ক্ষতি হয়েছে। এজন্য মানসিকভাবে হতাশা থেকে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছেন বলে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের একজন কর্মকর্তা জানান, নিহতের লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে রজব আত্মহত্যা করেছেন। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেছে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। বিষয়টি পুলিশ তদন্ত করছে বলে ওই কর্মকর্তা জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন