বিনোদন ডেস্ক : নাটকের আইটেম গানে নাচলেন অভিনেত্রী সোহানা সাবা। অ-প্রেম নামে একটি নাটকে তাকে ‘ডানাকাটা পরী’ গানটির সঙ্গে নাচতে দেখা যাবে। সাবা বলেন, আমার চরিত্রের নাম লিসা। মেয়েটি অপরাধজগতের একজন গ্যাংস্টার। একসময় জহির নামের এক গ্যাংস্টারের সঙ্গে শহরে এসে তার চেয়েও বড়মাপের সন্ত্রাসী হয়ে ওঠে লিসা। গতানুগতিক প্রেমের কাহিনী থেকে বেরিয়ে অপরাধজগতের দুজন মানুষের ভালোবাসার কথা বলা হয়েছে এখানে। গল্পটি বেশ চমৎকার। চরিত্রের প্রয়োজনে শুধু নাচই নয়, অস্ত্রও হাতে নিতে হয়েছে আমাকে। নাটকটি লিখেছেন কিঙ্কর আহসান। পরিচালনা করছেন মাহমুদ দিদার। আগামী বছরের ভালোবাসা দিবসে দীপ্ত টিভিতে প্রচার হবে নাটকটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন