বিনোদন ডেস্ক : একদিন বিচারকের আসনে থাকা যে চিত্রনায়কের সামনে নিজের মেধা ও যোগ্যতার প্রমাণ করতে হয়েছে সেই নায়কেরই বিপরীতে নায়িকা হয়েছেন মিমো। বিচারকটি আর কেউ নন, চিত্রনায়ক রিয়াজ। তারা জুটি বেঁধে অভিনয় করছেন ‘সে ছিল আমার স্বপ্নচারিণী’ নামের একটি নাটকে। এটি রচনা করেছেন মমর রুবেল ও পরিচালনা করছেন সুজন বড়ুয়া। মিমো বলেন, রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে খুবই আনন্দিত। ভীষণ এক্সসাইটেড। তিনি আমার স্বপ্নের নায়ক। তার অভিনয় আমাকে মুগ্ধ করে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল তার সঙ্গে কাজ করবো। সেই ইচ্ছে আজ পূরণ হলো। উল্লেখ্য, এনটিভির আয়োজনে সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় আসেন লামিয়া মিমো। ২০০৯ সালে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মিমো। মিমো যখন এ প্রতিযোগিতায় অংশ নেন, তখন বিচারক হিসেবে ছিলেন চিত্রনায়ক রিয়াজ। সেখানেই দুজনের প্রথম পরিচয় ও আলাপ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন