শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এ মাসেই অভিনয়ে ফিরছেন সারিকা

প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত কোরবানির ঈদে দীর্ঘ বিরতি দিয়ে অভিনয়ে ফিরেছেন সারিকা। বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে ছিল ৫টি একক নাটক ও একটি ধারাবাহিক। নাটকগুলো প্রচারও হয়। তবে ঈদের পর আর কোনো নাটকে অভিনয় করতে দেখা যায়নি সারিকাকে। এ নিয়ে নানা প্রশ্নের জন্ম হয়। তবে কি আবারও তিনি বিরতি নিয়েছেন? এ প্রশ্নের উত্তরে সারিকা জানান, মেয়ে সাহরিশ বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিল। ওকে দেখাশোনা করতে হয়েছে। তাই নাটকে কাজ করতে পারেননি সারিকা। এখন ও ভাল আছে। তাই আশা করছি, এ মাসেই অভিনয় শুরু করতে পারব। বেশ কিছু নাটকের ব্যাপারে কথা হয়েছে। তবে এখনও চূড়ান্ত কিছু হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন