শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বেসবাবা সুমনের প্রথম একক ইনস্ট্রুমেন্টাল বেস অ্যালবাম এখন ‘গান’ অ্যাপ-এ

প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সংগীত শিল্পী বেসবাবা সুমনের প্রথম একক ইস্ট্রুমেন্টাল বেস অ্যালবাম ‘সোল ফুড-পার্ট ১’ এখন পাওয়া যাচ্ছে ‘গান’ মিউজিক স্ট্রিমিং অ্যাপ-এ । গত ৩১ অক্টোবর অ্যালবামটি শ্রোতাদের জন্য প্রকাশ করা হয়। ‘সোল ফুড-পার্ট ১’ অ্যালবামটির গানগুলো বাংলাদেশসহ সারা বিশ্বের শ্রোতার ‘গান’-এর মাধ্যমে উপভোগ করতে পারবেন। এছাড়াও এটি দেশীয় ও আন্তর্জাতিক শ্রোতাদের জন্য অন্য সকল ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাচ্ছে। বিখ্যাত রক ব্যান্ড অর্থহীন এর সদস্য বেসবাবা সুমন একজন জনপ্রিয় গায়ক, বেস প্লেয়ার, কম্পোজার এবং গীতিকার। তিনি বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় সংগীত শিল্পীদের একজন। তিনিই প্রথম বাংলাদেশী শিল্পী, যাকে বিখ্যাত বেস গিটার ব্র্যান্ড এমটিডি পৃষ্ঠপোষকতা করেছে। বেসবাবা সুমনের এই অ্যালবামে সহযোগিতা করেছেন বিশ্বখ্যাত সংগীত শিল্পীরা যেমন- ফেলিক্স পেস্টোরিয়াস, রবার্ট ‘বাবি’ লিউইস, জস কোহেন, বব ফ্রান্সেসছিনি, জে.ডি. ব্লেয়ার এবং ইরফান নাজিমজাদেহ। বাংলাদেশী প্রতিভাবান ড্রামার মার্ক ডনও একটি গানে কাজ করেছেন। বাংলাদেশী ও বিদেশী সংগীত প্রেমীদের ‘সোল ফুড-পার্ট ১’ অ্যালবামটি নিঃসন্দেহে অনন্য এবং অসাধারণ গানের অভিজ্ঞতা দেবে। একটি গানের অ্যালবামে এতসব প্রতিভাবান শিল্পী কাজ করার ফলে এটি আন্তর্জাতিক সংগীত শিল্পে স্থান করে নেবে বলে আশা করা হচ্ছে। সাইদুস খালেদ সুমন যিনি ‘বেসবাবা সুমন’ নামেই বেশি পরিচিত, তিনি বলেন, ‘সোল ফুড একদম অরিজিনাল এবং এটি সংগীত প্রেমীদের জন্য তরতাজাভাবেই পরিবেশিত হয়েছে।’ অ্যালবামের পাঁচটি গান লিখেছেন এবং প্রযোজনা করেছেন বেসবাবা সুমন। এর দ্বিতীয় অংশটি প্রকাশ হবে ২০১৭ সালের জানুয়ারিতে শীতকালীন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মিউজিক মারর্চেন্ট-এ (এনএএমএম) এবং এতে অন্যান্য জনপ্রিয় সংগীত শিল্পীরাও থাকবেন। আয়োজকরা এনএএমএম উৎসবকে যুক্তরাষ্ট্রের সংগীত শিল্পের সবেচেয়ে বড় ‘উৎসব’ হিসেবে উল্লেখ করেছে। এটি প্রতি বছরের জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ার অ্যানহেইম-এ অনুষ্ঠিত হয় যেখানে বেসবাবা সুমন গত দুই বছর ধরে অংশগ্রহণ করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন