শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘ট্রয়’ ফিল্মে ব্র্যাড পিটকে দেখে মুগ্ধ হয়ে যা বললেন ব্রায়ান কক্স

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

বর্ষীয়ান অভিনেতা ব্রায়ান কক্স জানান, উল্ফগ্যাং পিটারসেনের ২০০৪ সালের ফিল্ম ‘ট্রয়’-এ একসঙ্গে কাজ করার সময় তিনি ব্র্যাড পিটের সৌন্দর্যে মুগ্ধ হয়ে জানান ‘এমনকী লোগান রয়ও তার আকর্ষণ অস্বীকার করতে পারত না’। স্কটিশ অভিনয় কিংবদন্তী বর্তমানে এইচবিও’র ‘সাকসেশন’ সিরিজে ধনকুবের লোগান রয়ের ভূমিকায় অভিনয় করছেন। ‘ট্রয়’ নির্মিত হয় হোমার ‘ইলিয়াড’ এবং কিন্টাস স্মিমিয়াসের ‘পোস্টোমেরিকা’ অবলম্বনে। কক্স ফিল্মটিতে আগামেমনন এবং পিট অ্যাকিলিসের ভূমিকায় অভিনয় করেন। আগামেমনন তার ভাই মেনেলাউসের অপমানের বদলা নিতে ট্রয়ের সঙ্গে যুদ্ধে যোগ দেয়; ট্রয়ের যুবরাজ প্যারিস এর আগে মেনেলাউসের স্ত্রী হেলেনকে ভাগিয়ে নিয়ে যায়। আগামেমননকে অপছন্দ করলেও অ্যাকিলিস শুধু খ্যাতির লোভে গ্রিকদের সঙ্গে যোগ দেয়। ‘ট্রয়’তে আরও অভিনয় করেন পিটার ও’ টুল, শন বিন, ব্রেন্ডান গ্লিসন, রোজ বার্ন, এরিক ব্যানা, ডায়েন ক্রুগার (হেলেন) এবং অরল্যান্ডো ব্লুম (প্যারিস)। ভ্যানিটি ফেয়ার সাময়িকীকে তার ক্যারিয়ার সম্পর্কে বলতে গিয়ে এক পর্যায়ে কক্স বলেন, ‘একটা সময় এসেছিল যখন আমি ব্র্যাডকে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম, কারণ সে এমন সাজে এর আগে কখনও অভিনয় করেনি। আমরা এমন পোশাকি এপিক আগেও করেছি, হোক তা চলচ্চিত্র বা ক্লাসিকাল থিয়েটার। আমাদের প্যান্ট পরতে হত না। ব্র্যাড যখন সেটে প্রবেশ করল, আমার চোয়াল ঝুলে যায় কারণ তার সৌন্দর্য ছিল চোখ ঝলসানো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন