টাঙ্গাইলে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৭২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৩১৯ জনের নমুনা পরীক্ষার রির্পোটে ৭২ জনের করোনা সনাক্ত হয়। শনাক্তের হার শতকরা ২২ দশমিক ৫৭ ভাগ।
সোমবার (৭ ফেব্রæয়ারি) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৫৩ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ১৭ হাজার ৬৮ জন। সর্বমোট মারা গেছে ২৬১ জন।
আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৩৫ জন, বাসাইলে ৫, কালিহাতী ৫, মির্জাপুরে ১, ঘাটাইলে ১৪, গোপালপুরে ২, নাগরপুরে ৮, দেলদুয়ারে ১ ও ভূঞাপুর উপজেলায় ১ জন নিয়ে মোট ৭২ জন।
এদিকে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও হাট-বাজারসহ বিভিন্ন স্থানে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অবাধে চলাচল করছে সাধারন মানুষ।
সিভিল সার্জন করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার আহŸান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন