শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পৈত্রিক সম্পত্তি কেরালা সরকারকে দিয়ে দিলেন আদুর গোপালাকৃষ্ণন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

ভারতের কিংবদন্তীতুল্য চলচ্চিত্র নির্মাতা আদুর গোপালাকৃষ্ণন তার পৈত্রিক সম্পত্তির কেরালা সরকারকে দান করে দিয়েছেন। জানা গেছে আদুর তার জন্মস্থানের ১৩.৫ শতক জমি কেরালা সরকারের লাইফ মিশন প্রকল্পকে দিয়েছেন। এই প্রকল্প গৃহহীনদের জন্য বাসস্থানের ব্যবস্থা করে থাকে। কেরালার স্থানীয় সরকার মন্ত্রী এম. ভি. গোবিন্দন তার এই দান গ্রহণ করা সম্পর্কে জানান এটি তার একটি অনুকরণীয় পদক্ষেপ। আদুর গোপালাকৃষ্ণন বাড়িতে গিয়ে এই জমি হস্তান্তর করবেন। ৮০ বছর বয়সী পরিচালক মাত্র ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে বিশ্বখ্যাতি পেয়েছেন। ১৯৭২’র ‘সয়ম্বরম’ দিয়ে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তিনি ১৬বার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৭বার কেরালার রাজ্য পুরস্কার, একাধিক আন্তর্জাতিক পুরস্কার এবং ২০০৪ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার জয় করেছেন। ১৯৮৪তে পেয়েছেন পদ্ম শ্রী, ২০০৬তে পদ্ম বিভূষণ। ১৯৬৫তে তার প্রথম ফিল্ম ‘আ গ্রেট ডে’ মুক্তি পায়; সেটি ছিল ২০ মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্য ফিল্ম। ৪০টি স্বল্পদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন আদুর। তার সর্বশেষ ফিল্ম ‘পিন্নেয়াম’ ২০১৬তে মুক্তি পায়। ১৯৬৫তে তিনি পুনে ফিল্ম ইন্সটিটিউট থেকে স্নাতক লাভ করেন। তার আগামী ফিল্মে অভিনয় করবেন মোহনলাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন