শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত কেউ শপথ নেননি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

গত রোববার সন্ধ্যায় এফডিসিতে ইলিয়াস কাঞ্চন-নিপূণ প্যানেলের নির্বাচিতরা শপথ গ্রহণ করেন। মিশা সওদাগর শপথ পাঠ করালেও তার প্যানেল থেকে নির্বাচিত কেউ অনুষ্ঠানে যোগ দেননি। ফলে ইলিয়াস কাঞ্চন-নিপুণের প্যানেলের নির্বাচিতদেরই কেবল শপথ পাঠ করানো হয়। শুরুতে ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করান মিশা সওদাগর। পরে ইলিয়াস কাঞ্চন বাকীদের শপথ পাঠ করান। শপথ অনুষ্ঠানে মিশা সওদাগর ও জায়েদ প্যানেলের নির্বাচিত কেউ যাবেন না, এটা অনেকটা অনুমিত ছিল। তবে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো নিয়েও কথা উঠেছে। মিশা-জায়েদ প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচিত রুবেল বলেন, আমি একজন নির্বাচিত সহসভাপতি। একজন সাংবাদিকের কাছে শুনলাম আজ (রবিবার) শপথ। আমি কি অভিনেতা হিসেবে এতটাই ফেলনা? আমাকে কেউ জানানোর প্রয়োজন মনে করল না? যাব কি যাব না, সেটা পরের ব্যাপার। জানানো তো উচিৎ ছিল। অভিনেত্রী অঞ্জনা বলেন, আমার একার বলার কিছু নেই। আমাদের প্যানেলের সিদ্ধান্তেই আমরা থাকব। আলীরাজ বলেন, সাধারণত আমাদের শপথ পড়ান সমিতির বিদায়ী সভাপতি। যেকোনো দিন তার কাছ থেকে শপথ নিয়ে নেব। তিনি বলেন, আমি একটি প্যানেলে ছিলাম। তাদের সঙ্গেই আমাকে থাকতে হবে। আলাদা করে কিছু করা উচিত হবে না। আর এভাবে সাধারণ স¤পাদক নির্বাচিত করাকে আমার কাছে বোধগম্য মনে হচ্ছে না। কীভাবে কী হলো, কিছুই বুঝলাম না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন