শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

উচ্চ আদালত কর্তৃক নিপুণের সাধারণ সম্পাদক পদ স্থগিত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করেছেন আদালত। গতকাল সকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিল সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করেন জায়েদ খান। এ সময় সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা নিপুণের পদ স্থগিত করা হয়েছে। আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ন, আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি। নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ। জায়েদ খানের আইনজীবী জানিয়েছেন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খান তার কার্যক্রম চালিয়ে যেতে পারবেন এবং তার কাজে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না বলে হাইকোর্টের আদেশ দিয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে সাধারণ স¤পাদক পদে জায়েদ খান বিজয়ী হন। চূড়ান্ত ফলাফল ঘোষণার পর তার প্রতিদ্বন্দ্বী নিপুণ নানা অনিয়মের অভিযোগ করে আপিল বোর্ডে আবেদন করলে আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। গত রোববার এফডিসিতে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ পরিষদের নির্বাচিতদের শপথ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে মিশ-জায়েদ প্যানেলের কেউ অংশগ্রহণ করেনি। পরদিনই জায়েদ তার প্রার্থীতা বাতিলের চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট তার আবেদন আমলে নিয়ে উক্ত আদেশ দেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদ খান বলেন, হাইকোর্টের আদেশ আমার পক্ষে এসেছে। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটারদের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক। মহামান্য হাইকোর্টও আমার পক্ষে আদেশ দিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন