শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাতকানিয়ায় ইউপি চেয়ারম্যানের গাড়িতে গুলি, প্রাণে বাঁচতে কবরস্থানে আশ্রয়

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০০ পিএম

চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রমজান আলীর গাড়ি লক্ষ্য করে গুলি করা হয়েছে। এ সময় প্রাণ বাঁচাতে তিনি আশ্রয় নেন কবরস্থানে। এ ঘটনায় জড়িত অভিযোগে মঙ্গলবার রাতে ওই ইউপির ৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ফরহাদ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ছাড়া চেয়ারম্যান রমজান আলীর ভায়রার বাড়িতে হামলার ঘটনায় দুজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যার দিকে কাঞ্চনা আনোয়ারুল উলুম মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন আব্বাস উদ্দিন (৩২), কামরুল ইসলাম (৪০) ও আবু তৈয়ব (৫০)। তাঁদের প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সপ্তম ধাপের নির্বাচনে কাঞ্চনা ইউপির ৬ নম্বর ওয়ার্ডে সদস্য নির্বাচিত হন ফরহাদ উদ্দিন। ওই ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী আবু তৈয়ব কাঞ্চনা ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী রমজান আলীর ভায়রা। গতকাল নবনির্বাচিত সদস্য ফরহাদ উদ্দিন ৩০ থেকে ৪০ জন কর্মী-সমর্থক নিয়ে পরাজিত প্রার্থী আবু তৈয়বের বাড়ির পাশে গিয়ে কটূক্তি ও উসকানিমূলক নানা স্লোগান দেন। তৈয়বের স্ত্রী বিষয়টি রমজান আলীকে জানান। রমজান আলী সন্ধ্যার দিকে গাড়ি নিয়ে ভায়রার বাড়িতে যান। তিনি সন্ধ্যা সাতটার দিকে ফিরে যাওয়ার সময় আনোয়ারুল উলুম মাদ্রাসা ক্যাম্পাসের কাছাকাছি পৌঁছালে নবনির্বাচিত ইউপি সদস্য ফরহাদের নেতৃত্বে চেয়ারম্যানের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে। পরে দুর্বৃত্তরা চেয়ারম্যানের ভায়রার বাড়িতে গিয়ে হামলা ও গুলি ছুড়লে তিনজন আহত হয়। খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান ও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন