বেসরকারি টিভি চ্যানেল আরটিভির আয়োজনে তরুণদের জন্য সঙ্গীতবিষয়ক রিয়েলিটি শো ড্যানিশ প্রেজেন্টস ইয়াং স্টার-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। এবার প্রথম আসরে কয়েক হাজার প্রতিযোগির মধ্যে চ্যাম্পিয়ান হয়েছে ঢাকার প্রতিযোগী রাইশা ফাইরোজ ইপা। পুরস্কার হিসেবে তিনি পেয়েছে তিন লাখ টাকা। প্রথম রানারআপ হয়েছেন রওনক জাহান রাইসা। তিনি পেয়েছেন দুই লাখ টাকা এবং দ্বিতীয় রানারআপ পূজা শীল পেয়েছেন এক লাখ টাকা। সোহাগ মাসুদের প্রযোজনায় রিয়েলিটি শো উপস্থাপনা করছেন উপস্থাপক ইমতু রাতিশ ও রুহানী সালসাবিল লাবণ্য। গ্র্যান্ড ফিনালের শুরুতেই বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী পরিবেশন করেন থিম সং ‘গলা ছেড়ে গাও’। গানটি লিখেছেন এ মিজান। এর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইবরার টিপু। হাজার হাজার প্রতিযোগিদের মধ্য থেকে উঠে আসা সেরা ৬ প্রতিযোগি নিয়ে অনুষ্ঠিত হয় এই গ্র্যান্ড ফিনালে। ইয়াং স্টারে অংশগ্রহণের জন্য সারাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার প্রতিযোগী আবেদন করেন। এরমধ্য থেকে নিয়ম অনুযায়ী, মোট ৫হাজার প্রতিযোগীর গান রেজিস্ট্রেশনের জন্য গ্রহণ করা হয়। পরবর্তীতে বিচারকরা যাচাই বাছাই করে মোট ১৫০ জনকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে শুরু হয় মুল প্রতিযোগিতা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন