শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

দ্বিতীয় বিয়ে করলেন মডেল-অভিনেত্রী সারিকা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

ছোটপর্দার মডেল-অভিনেত্রী সারিকা সাবরিন দ্বিতীয় বিয়ে করেছেন। তার বর আহমেদ রাহি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। পাশাপাশি দৃক ব্যান্ডের বেজ গিটারিস্ট, গীতিকবি ও সঙ্গীত পরিচালক তিনি। গত ২ ফেব্রুয়ারি অর্থাৎ ০২.০২.২০২২ এই বিশেষ তারিখে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। সারিকা বলেন, দুই পরিবারের পছন্দেই আমাদের বিয়ে হয়েছে। করোনার কারণে বড় পরিসরের অনুষ্ঠান করা সম্ভব হয়নি, বাসাতেই বিয়ে হয়েছে। বিয়ের দিনটি সুন্দর। দুই দুই বাইশ। দিনটি স্মরণীয়। গত ১২ ডিসেম্বর আমাদের বাগদান হয়। সারিকা জানান, বিয়ে করলেও অভিনয়ে তার কোনো প্রভাব পড়বে না। আগামী মাস থেকেই শুটিংয়ে ফিরবেন। উল্লেখ্য, ২০১৪ সালের আগস্টে সারিকা ও ব্যবসায়ী মাহিম করিম খান বিয়ে করেন। এক বছরের মাথায় তাদের এক কন্যাসন্তান আসে। নানা কারণে ২০১৬ সালে তাদের সংসার ভেঙ্গে যায়। ২০০৬ সালে মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন সারিকা। একটি মোবাইল ফোন কোম্পানির বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি দর্শকপ্রিয়তা পান। ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ক্যামেলিয়া নাটকের মাধ্যমে তার অভিনয়ে অভিষেক হয়

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন