আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বইমেলা। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন। এবার মেলা শুরু হবে প্রতিদিন ২টা থেকে। তবে শুক্র ও শনিবার শুরু হবে বেলা ১১টা থেকে। বাংলা একাডেমি মহাপরিচালক মুহম্মদ নূাংল হুদা বলেন, টিকা সনদ ছাড়া এবার দর্শনার্থীরা বইমেলায় প্রবেশ করতে পারবেন না। প্রবেশ করার সময় টিকার সনদ দেখাতে হবে। বইমেলা ২৮ ফেব্রুয়ারিতেই শেষ হচ্ছে কিনা, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। উল্লেখ্য, প্রতি বছর বইমেলা শুরু হয় ১ ফেব্রুয়ারি থেকে। দেশে করোনাভাইরাসের সংক্রমণের কারণে শনাক্ত ও মৃত্যু বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এবার মেলার সময় পেছানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন